সান্তাহার জংশন

একজন মা তিনি; তিনি একজন শিক্ষক

maa

একজন মা। একজন শিক্ষক; একজন মানুষ গড়ার কারিগর তিনি। দীর্ঘ ২৮ বছর সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছে। তার হাতে তৈরি হয়েছে হাজার হাজার আলোকিত মুখ। দেশ কি বিদেশ! সবখানেই রয়েছে এই শিক্ষাগুরু ছাত্র-ছাত্রী। গত ১৪ নভেম্বর ২০১৫ তিনি অবসরে গেলেন। ২৮ বছরের কর্মস্থল এখন তিনি বিহীন। তাকে অনেক মিস করবে স্কুলের সেই চেয়ার, বন্ধু শিক্ষকরা আর নিয়ম করে যাওয়া সেই ক্লাশগুলো, মিস করবে নতুন আর পুরানো শিক্ষার্থীরা। আর কিছু লেখা হবে না হয়তো ব্ল্যাকবোর্ডে দাড়িয়ে, চক-ড্যাশটারও আনবে না ওই হাত। মিস করবো আমরা যারা দুরে থাকি। মিস করবো সবাই সেই কণ্ঠ, ‘কেমন আছিস তোরা’। সান্তাহারবাসী আসুন তাকে শ্রদ্ধা জানায়, তার প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছে ফেসবুকে এই ছবি পৌঁছাতে, আমাদের এই মায়ের জন্য, আমাদের এই শিক্ষাগুরু জন্য চাই শত শত লাইক, চাই শেয়ার আর কমেন্ট….