দৈনিক সান্তাহার

কে হচ্ছেন এবার সান্তাহার ইউপি চেয়ারম্যান?

up santaharকে হচ্ছেন এবারের সান্তাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) এর চেয়ারম্যান। কে ধরবেন হাল, কার মুখে ফুটবে হাসি, কে করবেন মুখ কালো। সান্তাহারবাসীদের মুখে এমনই সব কথা। ভোটের পরই জানা যাবে জনগন কার পক্ষে দিয়েছে রায়।
সান্তাহার ইউনিয়নে এবার চেয়ারম্যান প্রার্থী ২ জন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১ জন, বিএনপির ১ জন। এছাড়া সান্তাহার ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯ মেম্বার পদের জন্য অর্ধ শতাধিক প্রার্থী গন সংযোগে রয়েছেন। একই সাথে ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৬ জন প্রার্থী মাঠে নেমেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন সান্তাহার ইউনিয়নে আওয়ামীলীগের নেতা এরশাদুল হক টুলু, বিএনপির মনোনীত প্রার্থী হলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু। বিএনপির মনোনীত প্রার্থী মোজাহার হোসেন পিন্টু বলেন, সান্তাহার ইউনিয়নকে বাস যোগ্য পরিণত করার উন্নয়ন কর্মকান্ড শুরু করে ছিলাম এবং আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এরশাদুল হক টুলু বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি নির্বাচিত করবেন। তিনি নিবার্চিত হলে সান্তাহার ইউনিয়নকে শেখ হাসিনার ডিজিটাল ইউনিয়ন উপহার দেবেন।
সান্তাহার ডটকম/সাগর খান/১৭-০৪-২০১৬ইং