দুপাঁচাচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনেই মারা গেছেন। বুধবার ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী পয়নারী গ্রামের আবুল কাশেমের ছেলে প্রকৌশলী মঈনুল ইসলাম (৭২) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঈনুল ও রওশন আরা দম্পতি প্রাইভেটকারযোগে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার কৃষিগাড়ি নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকসহ ওই তিন জন গুরতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুপঁচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সকাল ৮টার দিকে রওশন আরার মৃত্যু হয়। এদিকে অপর ২ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল ৯ টার দিকে মঈনুল ইসলামের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত প্রাইভেটকার চালক নড়াইলের নয়াগাতীর বাওসোনা গ্রামের শওকত মোল্লার ছেলে আনিছুর রহমানকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুপাচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Add Comment