ছাতিয়ানগ্রামে দফায় দফায় মারপিট ঘটনায় ৬জন আহত ও পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানা ও কোর্টে দু’পক্ষের পৃথক তিনটি মামলায় প্রায় ২৯জনকে আসামী করা হয়। সেমাবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেননি।
পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রামে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোমিন ও তার সহপাঠিদের মারপিট করে অন্তাহার গ্রামের মিজান গ্রুপ। ওই ঘটনায় মোমিনসহ ৫জন আহত হয়। সেই জেরে ৫ মার্চ একই স্থানে হত্যার উদ্দেশ্যে তারা রাজু পাহালোহানের ওপর আতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এতে রাজু গুরুত্বর আহত হলে স্থানিয়রা তাকে উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় গত ৯ মার্চ রাজুর বাবা মোস্তাকিন আলী পাহালোহান (অবসরপ্রাপ্ত সেনাবাহীনি) বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ আজ্ঞাত আরো ৩-৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এছাড়া আহত মোমিন বাদী হয়ে ৬ মার্চ মিজানসহ ১০ জনের নামে বগুড়া কোর্টে মামলা দায়ের করেন। এদিকে মিজান গ্রুপের মুক্তার হোসেন বাদী হয়ে রাজু, মোমিনসহ ৭-৮জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। তাদের দায়েরকৃত মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, থানায় দু’পক্ষের দুটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চালানো হচ্ছে।
Add Comment