সান্তাহার ডেস্ক:: আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ক্ষোভে সবুজ (১৬) নামের এক কিশোর বিষাক্ত গ্যাসবড়ি সেবনে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে আদমদীঘি নওগাঁ সদর ও রাতে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সবুজ আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও পাইকপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সবুজ রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ঐ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর সে জানতে পারে অকৃতকার্য হয়েছে। এ ঘটনা জানার পর তার পরিবারের লোকজন বকাবকি করে। ফলে ক্ষোভে সে বাড়িতে না গিয়ে আদমদীঘির একটি নির্জন স্থানে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে। তার ছটফটানি দেখতে পেয়ে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
>> সান্তাহার ডটকম/ইএন/৮ মে ২০১৭ইং
Add Comment