সান্তাহার পৌরসভা

পৌনে ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Santahar Purashova

সান্তাহার পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ২৩ জুন বিকালে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক এসএএম রফিকুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জার্জিস আলম রতন, বিশিষ্ট চিকিৎসক হামিদুর রহমান রানা, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।
বাজেট অধিবেশন শেষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত মোট ১৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে রাজস্ব খাতে আয় ৬ কোটি ৬০ লাখ ১৬ হাজার ২০০ টাকা এবং সরকারি উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১১ কোটি ১৫ লাখ টাকা।
সান্তাহার ডটকম/ইএন-৩০জুন২০১৬ইং