আজ সোমবার দুপুর ১২টায় সান্তাহার পৌরসভার কর্মকতা-কর্মচারীরা চাকরি জাতীয়করণসহ বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে টাকা প্রদানের দাবিতে পৌর শহরের মেইন রোডে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পযর্ন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি একেএম জিন্নাত আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রধান সহকারি লুৎফর রহমান, কর আদায়কারী ফেরদৌস হোসেন, আব্দুল কুদ্দুস, রায়হান আলী, হিসাব রক্ষক এনামুল হক। মানববন্ধন শেষে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও আদমদীঘি থানা অফিসার ইনচার্জ বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন তারা।
সান্তাহার ডটকম/সাগর খান/০৯-মে-২০১৬ইং
Add Comment