সান্তাহারের বাহিরে

বগুড়া-নওগাঁ মহাসড়কের যাত্রী ছাউনি বেদখল

সান্তাহার ডেস্ক :: বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে জেলা ও উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত অধিকাংশ যাত্রী ছাউনি অরক্ষিত ও বেদখল। ফলে যাত্রীরা ওইসব ছাউনিতে ঠাঁই পাচ্ছেন না। সড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে তাদের অপেক্ষা করতে হয় বাসের জন্য। নারী, শিশু ও বৃদ্ধরাই এতে কষ্ট পাচ্ছেন সবচেয়ে বেশি।

বগুড়া-নওগাঁ সহাসড়কের আদমদীঘি, মুরইল, চৌমুহনী, দুপচাঁচিয়া, বিবিরপুকুর, দরগাহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীসেবার লক্ষ্যে প্রায় ২৮ বছর আগে ১২টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এতে করে যাত্রীরা ছাউনির নিচে বসে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারতেন। বিশ্রাম নিতে পারতেন। তবে ১২ বছর ধরে সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছে ছাউনিগুলো। পলেস্তারা খসে পড়ছে, বসার আসনগুলো পর্যন্ত ভেঙে গেছে। আর হকার, দোকানদারদের দখলে চলে গেছে ছাউনিগুলো। যাত্রীদের দাবি, ছাউনিগুলো সংস্কার ও দখলমুক্ত করে যাত্রীসেবা নিশ্চিত করা হোক।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান জানান, অচিরেই যাত্রী ছাউনিগুলো পরিদর্শন করে সংস্কার ও দখলমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান্তাহার ডটকম/এমএম/ ০২ সেপ্টেম্বর /২০১৯ ইং