সান্তাহার পৌর শহরের গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন চুরির ঘটনা ঘটেছে। তাই এই সপ্তাহে সান্তাহারবাসী প্রধান সমস্যায় রুপ নিয়েছে চোর আর চুরি।
জানা গেছে, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে সোমবার রাতে আকবর হোসেন ভুট্টু (অবঃ সৈনিক) এর বাসায় ভোর রাতে দ্বিতীয় তলার গ্রীল কেটে নিচতলা থেকে ১৫০ সিসি ডিসকোভার মোটর সাইকেল চুরি হয়। একই রাতে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মৃত দুলালের বাসার গ্রীল কেটে চোর চুরির চেষ্টা করলে বাসার লোকজন জেগে ওঠায় চোর পালিয়ে যায়। এছাড়া সেই রাতে সাঁতাহার জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে দানকৃত টাকাও বাদ যায়নি। সেটিও চুরি হয়েছে।
এছাড়া মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল মাসুসিতা থেকে টিভি মনিটরও চুরি হয়। তাই চোর আর চুরি এই সমস্যায় বর্তমানে সান্তাহার শহরে আতঙ্ক বিরাজ করছে। পৌর এলাকাবাসী এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করছে। চোর আর চুরি যখন সমস্যায় রুপ নিয়ে তখন পৌর এলাকার কয়েকজন জানান, বর্তমানে পৌর এলাকায় যে রকম চোরের উপদ্রপ বেড়েছে এতে সবাই আতঙ্কিত। তাই রাতে পুলিশের টহল আরো জোড়দার করার অনুরোধ করেছেন তারা।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/১১-মে-২০১৬ইং
Add Comment