স্কুলের গেট থেকে অপহৃত ৮ম শ্রেণীর স্কুলছাত্রী দোলন আক্তাকে (১৪) সান্তাহারে ঢাকা রোড নামক স্থান থেকে গত বুধবার সকালে উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করেছে অপহরণকারি মামুনুর রশিদ (২২) নামের এক যুবককে। গতকাল বুধবার দুপুরে দোলন আক্তারকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া মেডিকেলে প্রেরণ করেছে এবং গ্রেফতারকৃত মামুনুর রশিদকে পুলিশ বগুড়া আদালতে পাঠিয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের আক্কাস আলী মেয়ে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী দোলন আক্তার গত সোমবার সকালে স্কুলে এলে স্কুলের গেট থেকে একই উপজেলার ডালম্বা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২২) ও তার এক বন্ধু একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মিঠন (২১) মটরসাইকেলযোগে জোরপূর্বক স্কুলছাত্রী দোলন আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা আক্কাস আলী বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়েন করেন। আদমদীঘি থানার এসআই আসলাম খাঁন জানান, বুধবার সকালে ঢাকা রোড এলাকা থেকে দোলন আক্তারকে উদ্ধার এবং ঘটনার মূল নায়ক মামুনুর রশিদকে গ্রেফতার হয়।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/৫-মে-২০১৬
Add Comment