সান্তাহার ডেস্ক :: সান্তাহারে ইফতার বানানো নিয়ে বাবা-মায়ের সাথে কথাকাটাকাটির জেরে শাহিদা আফরিন প্রিয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া মহল্লার বছির উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থীকে তার বাবা-মা ইফতার বানাতে বললে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে সে বারান্দার আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার বাবা ঘর থেকে বের হয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। শনিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সান্তাহার ডটকম /২৩ মে ২০২০ইং/ইএন
Add Comment