দৈনিক সান্তাহার

সান্তাহারে গ্রীষ্মের দাবদাহ রোদের তাপ, ভ্যাপসা গরম

hotweatherসান্তাহারেও সারাদেশের মতো গ্রীষ্মের দাবদাহ চলছে। শহরের প্রধান প্রধান রাস্তায় মানুষ নেই বললেই চলে। গরমের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটও থেকে নেই। একদিকে হাতপাখা অন্যদিকে দোকানে দোকানে কোমলপানী এবং আইসক্রিমসহ সকল ধরনের ঠান্ডার চাহিদাও বেড়েছে।
এছাড়া গরমের সঙ্গে পাল্লা দিয়ে রোগ ও রোগীর সংখ্যাও বাড়ছে।বড়দের পাশাপাশি শিশুরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর ও ইন্টারনেট সূত্রে জানা যায়, আজ ২৪ এপ্রিল ২০১৬ রোববার সান্তাহারের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস।
গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপমাত্রা আরও বাড়বে বলার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনে আরও দুই দিন পর্যন্ত সম্ভাবনা নেই তাপ প্রবাহ শিথিল হবার।
ভ্যাপসা গরম আর খাঁ খাঁ রোদে পুড়ছে জংশন শহর সান্তাহার। বইছে গরম বাতাস আর তা যেন আগুনের ফুলকি হয়ে ফুটছে মানবদেহে। স্বস্তি নেই ঘরে, উপায় নেই তপ্ত পিচের রাস্তায় পা ফেলার। কাঠফাটা রোদে চিল-চাতকের মত হাঁসফাঁসে ওষ্ঠাগত মানুষের প্রাণ খুঁজে ফেরে ঠাণ্ডা কিছু। আর প্রকৃতির এই বৈরিতায় বিপর্যস্ত খেটে খাওয়া শ্রমজীবীরা।
শ্রমজীবীরা বলেন, প্রচণ্ড গরমে অবস্থা অনেকটা বেগতিক। অতিরিক্ত গরম হলেও কাজ করতে হচ্ছে। কাজ না করলে সংসার চলবে না।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/২৪-০৪-২০১৬ইং