গায়ে লাল পোশাক। হাতে মাল উঠানো-নামানোর একটি বিশেষ অস্ত্র। পড়নে লুঙ্গি। ঘাড়ে গামছা। ট্রেন এলেই তাদের ছোটাছুটি। তারা কুলি। সান্তাহার স্টেশনে সেই ব্রিটিশ আমল থেকে এখনোও কুলি নামের এক শ্রেণীর পেশাজীবি মানুষ আছেন। বেঁচে আছেন অনেক কষ্টে, অনেক ব্যাথায়। কাজ আর কাজ, কাজ ছাড়া নেই তাদের কোনো কথা। নেই গল্প করার সময়; তাদের গল্প শোনারও কেউ নেই। নেই খাওয়া কিংবা বিশ্রামের সুযোগ। কোনো রকমে পিন্ডিটা গিলেই আবার দে ছুট। ট্রেন এলেই ব্যাগ বস্তা কিংবা ভারী-কম ভারী মালামাল টেনেটুনে মাথায় তুলে ট্রেনে ওঠানোতে ব্যস্ত। ঘাম ঝড়ে, মোছার নেই কোনো উপায়। হাত দুটি ব্যস্ত, মাথায় মালামাল, ট্যাঙ্ক কিংবা সুটকেস অথবা ব্যাগ। কপাল থেকে ঘাম পায়ে পড়ে। ঘাম মুছতে মুছতে হাতে আসে কিছু টাকা। তারপর সেটি পকেটে ভড়তেই আবারো অন্য ট্রেনের সুইসেল। আবারো মাল নিয়ে টানাটানি। এই তাদের জীবন। স্বল্প আয়ের এই মানুষগুলো কঠোর পরিশ্রম করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। বেঁচে আছে কোনো নতুন ভোরের আশায়।
সান্তাহার ডটকম/নাজমুল হক ইমন/১৭-০৪-২০১৬ইং
Add Comment