সান্তাহারের দমদমা গ্রামের দক্ষিণপাড়ার মেধাবী মুখ স্বর্ণা মনি। গত ডিসেম্বরের ১২ তারিখে রোড অ্যাকসিডেন্টে পা হারায়। এরপর থেকে সে অসুস্থ। নতুন করে শরীরে বাসা বেধেছে ক্যান্সার। তবুও বাঁচার জন্য অপ্রাণ চেষ্টা। সুস্থ হয়ে আবারো পড়াশোনা করতে চায়, আবারো স্কুলে যেতে চায় স্বর্ণা। বাবা হারুন উর রশিদ ভ্যান চালক। তার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্ঠসাধ্য। তাই যদি কেউ স্বর্ণা বা তার বাবাকে স্বর্ণার চিকিৎসার জন্য সাহায্য করতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সান্তাহার দমদমা গ্রামে এসে তার ভাইয়ের সঙ্গে (সান্তাহার ডটকমে যোগাযোগ করলে আমরা তার ভাইয়ের মোবাইল নাম্বার দিব)।
সান্তাহার ডটকম/প্রতিনিধি/১৫-০৪-২০১৬ইং
Add Comment