বগুড়ার সান্তাহারে গণহত্যা ও কালো দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চ চত্বরে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু এবং শহীদদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৭টায় ১ মিনিট পুরো শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিরবতা পালন করা হয়। এরপর ১৯৭১ সালের ২২ এপ্রিল সান্তাহারে পাক হানাদার বাহিনীর হাতে নিহতদের স্মরণে স্বাধীনতা মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণহত্যার ইতিহাস সম্পর্ক বক্তব্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান মুন্না, সান্তাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন ও তানভী রহমান তনু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনী ট্রেনযোগে সান্তাহার শহরে প্রথম প্রবেশ করে। সে দিনই তারা নির্মম ভাবে গণহত্যায় মেতে উঠে। তাদের বুলেটের আঘাতে সান্তাহারের জমিদার সুরেন্দ্রনাথ তার স্ত্রী হড়িভবানী দাসী, ব্যবসায়ী নূর চোধুরীসহ প্রায় আড়াই হাজার বাঙ্গালী নর-নারী সে দিন শহীদ হন।
Add Comment