সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে বিনা টিকেটে ট্রেনভ্রমন প্রতিরোধে আজ ২৫ এপ্রিল সোমবার ভ্রাম্যমান আদালত বসে। রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর মহাপরিচলক খায়রুল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সকাল আটটায় বসা এই ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত । সকালে বিভিন্ন ট্রেনে বিনাটিকিটে চলাচলকারি যাত্রীর কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেন তারা।
জানা যায়, ভ্রাম্যমান আদালত রাজশাহী থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস, সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, লালমনিহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস, আন্তঃনগর রংপুর এক্সপ্রেস আন্তঃনগর একতা এক্সপ্রেসসহ সান্তাহার থেকে বোনারপাড়া ও লারমনিহাটগামী কয়েকটি ট্রেনে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করবেন।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/২৫-০৪-২০১৬ইং
Add Comment