সান্তাহার স্টেশন থেকে গাইবান্ধার বোনারপাড়াগামী পদ্মরাগ লোকাল ট্রেনের একটি কামরায় পাওয়া ৭০ হাজার টাকা স্টেশনমাস্টারকে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভিখারি মিনা বেগম (৪২)। ২০১৩ সালের ২১ জুলাইয়ের এই ঘটনা; তখন অর্থাৎ ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা প্রশ্ন হিসেবে শিক্ষার্থীরা পেয়েছিল।
২০১৩ সালের ২৪ জুলাই মিনা বেগমকে নিয়ে প্রথম আলোয় একটি ছবি ছাপা হয়। ২ আগস্ট প্রথম আলোর অন্য আলো বিভাগে ‘সেরা নায়কের’ শিরোনাম হন মিনা। এর মাধ্যমে দেশ-বিদেশের কয়েক লাখ পাঠক তাঁর সততার বিষয়টি জানতে পারেন। এরপর মিনার সহায়তায় এগিয়ে আসেন অনেকে। ২০১৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত জেএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১ নম্বর প্রশ্নে মিনা বেগমের ওই সততার কাহিনি উদ্দীপক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এতে প্রথম আলোর প্রতিবেদনের তারিখ ও অন্য আলো বিভাগের নামও উল্লেখ ছিল। এর ফলে সারা দেশের কয়েক লাখ শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকেরা আবারও জানতে পেরেছিলেন একজন মিনা বেগমের সততার কাহিনি। এখন দেখার পর ২০১৬ সালের জেএসসি বা অন্য কোনো পরীক্ষাতে সান্তাহারের সেই সৎ ভিখারি মিনা বিষয়ক কোনো প্রশ্ন আসে কি না?
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/২৭-০৪-২০১৬ইং
Add Comment