আপডেট দৈনিক সান্তাহার সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধৃর আত্মহত্যা

আদমদীঘিতে পারিবারিক কলহের কারণে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে রাশিদা বেগম সজনী (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাশিদা বেগম সজনী আদমদীঘি সদরের শিয়ালশন গ্রামের নাইম হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, আদমদীঘির শিয়ালশন গ্রামের নাইম হোসেনের সাথে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের রাশিদা বেগম সজনীর সাথে প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। তাদের নুরশাদ নামের দুই বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই কলহ বিবাদ হতো। গত মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে রাশিদা বেগম সজনী তার স্বামীর বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। প্রতিবেশিরা জানতে পেরে তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ওসি জালাল উদ্দীন জানান, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।