সম্প্রতি সান্তাহারে মাদকসেবী ছেলের অত্যাচার সয়তে না পেরে মাদকসেবী মেহেদী হাসানকে (২৪) পুলিশে দিলেন তার বাবা।
জানা যায়, সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি মহল্লার মুঞ্জু রহমানের ছেলে মাদকসেবী মেহেদী হাসানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের হাতে তার বাবা তুলে দেন। পরে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের কর্মকর্তারা মেহেদী হাসানকে ভ্র্যাম্যমান আদালতে হাজির করলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে ৬মাস বিনাশ্রম কারাদন্ড দেয়।
সান্তাহার ডটকম/সাগর খান/২৪-০৪-২০১৬ইং
Add Comment