সান্তাহারের বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয় নানা জাতের কবুতর নিয়ে প্রতি শনি ও মঙ্গলবার নতুন বাজার হাটে। সেখানে হাটের এই দুইদিন প্রায় ৫০ থেকে ৬০টি কবুতরের দোকান বসে। যারা কবুতর কিনতে ভালোবাসেন বা কবুতর পালন করেন তাদের মিলনমেলা ঘটে কবুতরের এই হাটে। কেউ দেখতে আবার কেউ কেউ কিনতে আসেন কবুতর। গ্রীবাজ, সিরাজী, নবাবী, মিহিরবাজ, বার্মিজ, বোম্বেসহ পাওয়া যায় দেশি-বিদেশি নানা জাতের কবুতর। দামে সস্তা হওয়ায় এই হাটের কবুতরের চাহিদাও বেশ। প্রতি জোড়া ১৫০ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে জাত ভেদে কবুতরের দাম আছে। সেক্ষেত্রে দামিদামি করেই এই কবুতরের হাটে কবুতর বিক্রি হয়।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/১৫-০৪-২০১৬ইং
Add Comment