সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩ টায় সান্তাহার পৌর শহরের মালশন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, দেশীয়অস্ত্র দুইটি চাপাতি, একটি হাতুড়ী, দুইটি লাঠি, পথরোথ করা রশিসহ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- নওগাঁর চক রামচন্দ্র গ্রামের ছাত্তারের ছেলে বুলবুল (৩৪), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হাসান (২৫), আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে ফরিদ (২৬), একই গ্রামের মৃত মানিক সরদারের ছেলে সেন্টু সরদার (৩৫), তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৬) ও মহাদেবপুরের বেলঘরিয়া গ্রামের মৃত মসতুল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৫০)। আজ রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশের দেয়া প্রেস রিলিজে জানাযায়, সান্তাহার পৌর শহরের মালশন মোড়ে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির রাত্রীকালিন টহল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করে। এসময় উল্লেখিত দেশীয়অস্ত্র উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
Add Comment