সান্তাহার হাইওয়ে পুলিশ বক্সগুলো ব্যবহার না করায় ভেতর নোংরা ও বাইরে আগাছায় ভরে গেছে। বগুড়ার নওগাঁ মহাসড়কে নৈশকালীন পুলিশ পাহারার এই বক্সগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
সরকার জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের অর্থে মহাসড়কে বাস ট্রাকসহ যানবাহন চলাচলে নিরাপত্তা বিধানে দেশের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে টহল পুলিশ অবস্থান করার জন্য হাইওয়ে পুলিশ বক্স তৈরি করেছে। এরপর বিভিন্ন থানা এলাকার টহল পুলিশ হাইওয়ে বক্সে অবস্থান করে রাত্রিকালীন টহল পাহারা জোরদার করে রাখতেন। ফলে সড়কে চুরি-ডাকাতি কিংবা ছিনতাই অনেকাংশে কমে যায়। পশ্চিম বগুড়ার বগুড়া-নওগাঁ ও সান্তাহার মহাসড়কের বগুড়া থেকে কাহালু, দুপচাঁচিয়া, আদমদীঘি ও সান্তাহার থানা এলাকা শাখা সড়কসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ১৩ স্থানে পুলিশ বক্স রয়েছে। এর মধ্যে সান্তাহারের পুলিশ বক্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে পুলিশ বক্স টহল পুলিশ ব্যবহার করলেও দীর্ঘদিন যাবৎ হাইওয়ে পুলিশ বক্সগুলো ব্যবহার না করার কারণে জঙ্গল, আগাছা জমে অপরিচ্ছন্ন ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/২৭-০৪-২০১৬ইং
Add Comment